মাহফিজুল ইসলাম আককাজ : সদরের বাঁশদহা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ঘোনা ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার বিস্তার লাভে দেশের সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন ভবনসহ অবকাঠামোগত উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছে। তারই অংশ হিসেবে সদরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন বিল্ডিং ও অবকাঠামো কাজ করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ বিন গফুর, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অছলে, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক, ঠিকাদার মোল্যা আওরঙ্গজেব প্রমুখ। আলোচনা সভা শেষে রাজস্ব বাজেট (কোড নং-৭০১৬) এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৬ লক্ষ ৯৭ হাজার ৫শ’ টাকা ব্যয়ে একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) নব-নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় সদরের বাঁশদহা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।