দেবহাটা

দেবহাটায় কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

By daily satkhira

February 26, 2020

দেবহাটা ব্যুরো: দেবহাটায় তিনদিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় দেবহাটা ফুটবল মাঠে এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) জেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দেবহাটায় গত সোমবার তিনদিনব্যাপী এই কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন করা হয়েছিল। দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘নিরাপদ ফসলে ভরবো দেশ, গড়বো মোরা শেখ মুজিবের সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি মেলায় মোট ২০ টি স্টল তাদের বিভিন্ন কৃষি পন্য প্রদর্শন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএপিপিও শাহজান আলী। দেবহাটা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম খলিল, এসএপিপিওদের মধ্যে আহাম্মদ সাইদ, মনিরুল ইসলাম, আল মামুন, আরজাল হোসেন, জাহিদুজ্জামান, আবুল কালাম আজাদ, আজবাল হোসেন, আলাউর রহমান ও ইউনুস আলীসহ বিভিন্ন কৃষকবৃন্দ। এসময় বক্তারা কৃষি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিষয়ে আলোকপাত করেন।শেষে কৃষি মেলায় বিজয়ী হিসেবে ১ম আইডিয়াল, ২য় ওয়ার্ল্ড ভিশন ও ৩য় সুন্দরবন বি এন্ড মধু ঘরকে পুরষ্কার প্রদান করা হয়।