আশাশুনি

আশাশুনিতে উপজেলা আ’লীগের সম্পাদকের সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

By daily satkhira

February 26, 2020

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলরের সাথে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১ টায় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত ম-ল বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। একজন সংবাদকর্মীর কাজ হচ্ছে ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের অন্যায়, দূর্ণীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক চিত্র তুরে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাওয়া। তিনি আরও বলেন, বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সরকারের পরিকল্পনা ”আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নের লক্ষে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী , বিজ্ঞান ও পযুক্তি মন্্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী নেতৃবৃন্দের সাথে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি সবাই একত্রিত হয়ে কাজ করলে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা থেকে আশাশুনি কখনও পিছিয়ে পড়বে না। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিত বৈদ্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি তোষিকে কাইফু, এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, অর্থ সম্পাদক আনিছুর রহমান বাবলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, সদস্য আহসানুল্লাহ বাবলু, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা দীপন কুমার মন্ডল, কৃষকলীগ নেতা আবু হাসান, সাবেক জেলা ছাত্র নেতা মাষ্টার শামিমুজ্জামান পলাশ, গণমাধ্যমকর্মী মফিজুল ইসলাম, ছাত্রনেতা কামাল হোসেন, আসলাম হোসেন, ফয়সাল আহমেদ, লিটন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।