খুলনা

রাতে লগ্ন;বর বেশে খুলনার উদ্দেশ্যে সৌম্য

By daily satkhira

February 26, 2020

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের বিয়ে বলে কথা।৫০০ জন বরযাত্রী দিয়ে সোনালী শেরওনী পরে বর বেশে খুলনার উদ্দেশ্যে যাত্রা করলেন সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সুরকরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাস ও চারটি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে রওনা হন তিনি।যাত্রাকালে সৌম্যকে বহনকারী প্রাইভেট কারে তার সাথে ছিলেন বাবা কিশোরী মোহন সরকার ও তার মেঝ মামা। সন্ধ্যা ৭টার লগ্নে খুলনা ক্লাব মিলনায়তনে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার সাথে সাত পাকে বাধা পড়বেন সৌম্য সরকার। সৌম্যর মেঝ ভাই পুষ্পেন সরকার বলেন, সৌম্য আমাদের পরিবারের সকলের ছোট। সে কারণে ওর বিয়েতে বেশি আনন্দ হচ্ছে। গ্রামের বাড়ি থেকে তিনটি বাস, মামার বাড়ি থেকে একটি বাস, চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে রওনা হচ্ছি। নব দম্পতির জন্য সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করছি। এর আগে দুপুরে সাতক্ষীরা শহরস্থ মধ্য কাটিয়ার লাল সবুজ বাড়িতে ঢাক ঢোল কাশীর বাদ্য আর হুলুধ্বনিতে পরিবার পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের।এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশির্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা।