সাতক্ষীরা

চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী ; প্রতিদিন কোন না কোন এলাকায় চুরি

By Daily Satkhira

April 18, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হঠাৎ করে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়েছে এলাকাবাসী। প্রতিদিন কোন না কোন এলাকায় চুরি হচ্ছে। এক শ্রেণির উঠতি বয়সি নেশাগ্রস্ত যুবকরা এ সব কাজ করছে বলে এলাকাবাসী মনে করছেন। গরম বৃদ্ধি পাওয়ায় বাড়ির মালিকরা জানালা খুলে ঘুমালে জানালা দিয়ে মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চম্পট দিচ্ছে চোরেরা। তাছাড়া রাতে বাইরে কোন প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে সাকালে উঠে তা আর পাওয়া যাচ্ছে না। কাটিয়া এলাকার বাসিন্দা ফজলুর রহমান জানান, প্রায় প্রত্যেক দিন সাতক্ষীরা সরকারি কলেজ রোড এলাকায় চুরি হচ্ছে। এখানে কিছু নেশাগ্রস্ত যুবক রাতে চারিদিকে ঘুরে বেড়ায়। তারা কোন বাড়ির জানালা খোলা বা বাহিরে কোন জিনিস আছে দেখলেই তা চুরি করে নিয়ে যায়। তাছাড়া এই এলাকায় হোস্টেল ও বাসা বাড়ি বেশি হওয়ায় প্রতিদিন চুরি হচ্ছে। বিশেষ করে চোরেরা হোস্টেলে বেশি চুরি করছে। চোরেরা ফলো করে থাকে কোন ছাত্র কখন বাইরে যাচ্ছে। সুযোগ পলেই তারা জানালা দরজা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। গত এক মাসের ব্যাবধানে কাটিয়ায় ভাই ভাই ছাত্রবাসে চারটি মোবাইল ফোন সেট জানালা ভেঙে চুরি করে যায়। সাতক্ষীরা সরকারি কলেজ রোড এলাকায় চোরদের একটি চক্র রয়েছে। এরা গ্রাম অঞ্চল থেকে আসা নিরিহ ছাত্রদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। এদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। এলাকাবাসী চোরদের উপদ্রব থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, দুটি ছেলের কারণে একটি এলাকার মানুষ অতিষ্ঠ হবে এটা মেনে নেওয়া যাবে না। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।