তালা

তালার ইসলামকাটিতে কৃষক-খেত মজুরদের সমস্যা ও সমাধানে মতবিনিময়

By daily satkhira

February 27, 2020

জাহিদা জাহান মৌ : তালার ইসলামকাটিতে কৃষক- খেত মজুরদের সমস্যা ও সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্র“য়ারি বিকালে ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নাজমুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান সুভাষ সেন, অজিত কুমার, মইনুল হাসান, জলিল মোড়ল, নির্মল সরকার, মহীবুল্লাহ মোড়ল, হিরণ মন্ডল, এবং আদিত্য মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ ( তালা – কলারোয়া) এর সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেন, কৃষকরা বিঘা প্রতি জমিতে যে পরিমান টাকা খরচ করে ধান উৎপাদনের জন্য তাতে লস বেশী হয় , এমন লস চলতে থাকলে কৃষক এক সময় সর্বশান্ত হয়ে যাবে এবং দেশে আর কৃষক থাকবে না তার পেশায়, কৃষি কাজ থেকে বিমুখ হয়ে পড়বে । এজন্য ন্যার্য্য টাকা দামে ধান ক্রয় করে কৃষক কে বাঁচাতে হবে এবং বাইরের দেশ থেকে ধান না কিনে আমাদের দেশের কৃষকদের কাছ থেকে ধান কিনে আমাদের দেশের কৃষক কে ন্যার্য্য মুল্য দিতে হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কে সচল রাখতে হবে। আগামী ৫ ই এপ্রিল শহীদ আব্দুর রাজ্জাকপার্কে এক সভা অনুষ্ঠিত হবে, সেখানে সাতক্ষীরার প্রত্যেক ইউনিয়নের কৃষকদের কি কি সমস্যা সেটি তুলে ধরা এবং আলোচনা করা, কৃষি মন্ত্রনালয়ের জানতে পারবে কৃষকের সমস্যার কথা, অনুষ্ঠানটি সাতক্ষীরাতে করা হলে ও সমস্যা সমাধানের উপায় সারা দেশের জন্য। এজন্য সরকারকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।