শিক্ষা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে -সাতক্ষীরায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সোহাগ

By Daily Satkhira

April 18, 2017

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়নকে সহ্য করতে না পেরে খালেদা জিয়া এর  বিরোধিতা করছেন। দেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উস্কে দিয়ে খালেদ জিয়া ও তার ছেলে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। বঙ্গবন্ধু দেশের ক্রান্তিকালে যে ভাবে ঝাপিয়ে পড়েছিলেন ঠিক একই ভাবে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তার কন্যার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা ছাত্রলীগের নেতা কর্মীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিানর বলিষ্ঠ নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মহান মুক্তিযোদ্ধার সময় দেশে ১৭ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী তাদের জীবন  উৎসর্গ করেছিল। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল ৪ টায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার, উপ-ত্রান বিষয়ক সম্পাদক জি এম শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ছাত্রলীগ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবে। তিনি এ সময় সাতক্ষীরায় চিত্র তুলে ধরে বলেন, ২০১৩ সালে শান্ত সাতক্ষীরাকে অশান্ত করে তুলেছিল জামায়াত শিবির। তারা ছাত্রলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ ও যুবলীগের ১৮ নেতা-কর্মীকে হত্যা করেছিল। সে সময় ছাত্রলীগ মাঠে থেকে তাদের প্রতিহত করেছিল। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী যে পড়েনি সে ছাত্রলীগ করার যোগ্যতা রাখেনা।