সাতক্ষীরা

সাতক্ষীরায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

By daily satkhira

February 27, 2020

আসাদুজ্জামান ঃ “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দু-ই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃখংল করণার্থে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার আব্দুল মজিদ। বক্তারা এ সময় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে ডাটাবেজে নাম নিবন্ধন ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে কিভাবে বৈধ ও নিরাপদভাবে বিদেশ যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।##