শ্যামনগর

শ্যামনগরের জয়নগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৬০ বছর পূর্তিতে মহামিলন মেলা

By daily satkhira

February 28, 2020

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐ0.তিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে “হাজার স্মৃতির ভীড়ে, ফিরছি আপন নীড়ে”- এ শ্লোগানের আওতায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহামিলন মেলার সভাপত্বি করেন মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ড. মুহাঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ছাত্র হাফেজ সালাহ উদ্দীন। জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম গোলাম বারী। ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ আজাদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল আলম, চ্যালেল এস, ইউকের  উপস্থাপক, সোয়ান্সী ইসলামিক একাডেমির ডাইরেক্টর ড. আব্দুস সালাম আজাদী, কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রধান মুহাদ্দীস মাওঃ আব্দুল গাফ্ফার মাক্কী, সাতক্ষীরা আলীয়া মাদ্রাসার প্রধান ফকীহ মাওঃ আক্তারুজ্জামান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান (আনিচ), মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, সহকারী অধ্যাপক মাওঃ ফজলুল হক আল- আজাদ,আরবি প্রভাষক মাওলানা নুরুজ্জামান, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মনজুরুল ইসলাম, মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ছাত্র হাফেজ সালাহ উদ্দীন, হাফিজ বিন ওয়াজেদ, জাপান নাগুয়া ইউনিভার্সিটি ছাত্র মারুফ বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র মাওলানা আব্দুল মাজিদ, ছাত্র আবু বকর সিদ্দিক সাকিব সহ নবীন ও প্রবীন ছাত্ররা প্রমুখ। পরবর্তীতে বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী ও সুরকার মশিউর রহমান সহ অত্র মাদ্রাসার শিল্পীদের সমন্বয়ে ইসলামী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব আলহাজ্ব মাওলানা নেছার উদ্দীন আহম্মেদ। মহামিলন মেলায় মাদ্রাসা এবং মিলন মেলার বিভিন্ন অংশের স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হাজার হাজার প্রবীন ও নবীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মহামিলন মেলা অত্যন্ত আনন্দ ঘণ পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।