সাতক্ষীরা

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দুই

By daily satkhira

February 29, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে তালা উপজেলার বেইলি ব্রীজের পাশে ও দুপুরে শহরের এসপি বাংলোর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে গনেশ দাস ও সদরের পরানদহ গ্রামের দুলøাপ রহমানের ছেলে গোলাপ রহমান। স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ী থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে পৌছালে পেছন দিকে থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানয়ীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় তার সাথে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতÿীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে শহরের এসপি বাংলার সামনে খুলনা গামী বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতÿীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সাতÿীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো¯Íাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সাতÿীরা সদর হাসপতালে পাঠিয়েছে।