কালিগঞ্জ

কালিগঞ্জে মাদক বিরোধী দৌড় প্রতিযোগিতা

By daily satkhira

February 29, 2020

কালিগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষে মাদকমুক্ত প্রচারের অংশ হিসেবে কালিগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার মৌতলা বাসষ্টান্ড থেকে কাঁকশিয়ালী ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাজ পরিবর্তনে যুব সংহতি লিডার্সের বাস্তবায়নে, উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ইউকেএইডের অর্থায়নে বাঁশি বাজিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। প্রতিযোগিতার শুরুতে থানা পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি ও স্বেচ্ছাসেবকরা কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে রাস্তা যানজট মুক্ত করার জন্য দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা শেষে যুব সংহতি প্রকল্পের সমন্বয়কারী শওকত আলী সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, উপদেষ্ঠা কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, লিডার্সের শওকত আলী, সুলতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস, বাবর আলী, ইয়াসমিন, উপজেলা যুব ফোরামের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ইকবাল হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করে আতাউর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করে শাহিন। পুরস্কার হিসেবে প্রত্যেকে দেয়াল ঘড়ি প্রদান করা হয়। মাদকমুক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।