রাজনীতি

দীর্ঘদিন পর এক মঞ্চে জেলা আ.লীগের দুই কর্ণধর

By daily satkhira

April 19, 2017

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলা আ.লীগের দুই কর্ণধর জেলা সভাপতি মুনসুর আহমদ এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কোন রাজনৈতিক কর্মসূচিতে এক মঞ্চে দেখলেন দলীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তারা উভয়েই অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। তাদেরকে এক সাথে দেখে আ.লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অত্যন্ত আনন্দিত হন। এদের অনেকেই সাংবাদিকদের অনুরোধ করেন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের জন্য। তবে মঞ্চে এই দুই নেতার মধ্যে সরাসরি কোন কথা না হলেও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার বক্তব্যের শুরুতে সভাপতি মুনসুর আহমেদ সম্পর্কে বলেন, “মঞ্চে উপবিষ্ট আছেন বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক সাতক্ষীরা জেলা আ.লীগের সংগ্রামী সভাপতি মুনসুর আহমেদ….।”Ñ তার এ ধরনের সম্বোধনকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের নেতা-কর্মীরা। উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট তিক্ততা থেকে সাতক্ষীরা জেলা আ.লীগের দুই শীর্ষ নেতা দলের জেলা সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তাদের উভয়ের ঘনিষ্টরা বিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায় সাতক্ষীরা জেলা আ.লীগের কর্মকা-ে কার্যত স্থবিরতা চলছে। ক্ষমতাসীন এই দলটির নিবেদিত প্রাণ হাজার হাজার কর্মী-সমর্থকরা বিষয়টি নিয়ে বেশ বিব্রত। তারা এর অবসান চান। অনেকেই এই প্রতিবেদককে বলেন, আগামী নির্বাচনে সাতক্ষীরায় ভালো ফলাফল করতে হলে দলীয় ঐক্যের কোন বিকল্প নেই। যত দ্রুত বিরোধ মিটিয়ে শীর্ষ নেতৃত্ব দলীয় কর্মকা-ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন ততই মঙ্গল।