ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান প্রমুখ। সভায় ১৬ ও ১৭ মার্চ মুজিব বর্ষ উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জমকালো আয়োজনে সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সরকারি দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।