কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি

By daily satkhira

March 01, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই ম্লোগানকে সামনে রেখে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস উদ্যাপনে সারাদেশের ন্যায় কালিগঞ্জে র‌্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীমা শিল্পের উন্নায়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মল হক রাসেলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড উপজেলা শাখার এভিপি ও ইনচার্জ মোহাম্মাদ আলী চৌধুরী। উপজেলার ৮টি বীমা কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, তথ্য আপা মেরিনা পারভীন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর আব্দুর রহমান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর আমিরুল ইসলাম ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালিন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে অঞ্চলিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রন কতৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্বারণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষনা করেছে সরকার। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।