দেবহাটা

আছিয়া খাতুনের মৃত্যুবার্ষিকী ; হিরারচক প্রাথমিক বিদ্যালয়ে মায়েদের সেবা করলো শিক্ষার্থীরা

By Daily Satkhira

April 19, 2017

ডেস্ক রিপোর্ট : আছিয়া খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হিরারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, জজ কোর্টের পিপি ও বিদ্যালয়ের সভাপতি এড. ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশিষ সিংহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. রমজান আলী মোড়ল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা ও অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, পৌর আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দৈনিক দৃষ্টিপাতের মফঃস্বল বার্তা সম্পাদক ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন, দৈনিক কালের চিত্রের মফঃস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রশিদ, সহকারী শিক্ষক নুরুজ্জামান, সাইফুল ইসলাম, হিরারচক জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আফতাবুজ্জামানসহ সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এর আগে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা তাদের মা’কে ফল ও ওষুধ মূুখে তুলে খাইয়ে দেয়। একই সাথে শিশু শিক্ষার্থীরা নিজ হাতে তাদের মায়েদের পা ধুয়ে দেয়। উল্লেখ্য, মরহুমা আছিয়া খাতুন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও বিদ্যালয়ের সভাপতি এড. ওসমান গণির মাতা ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম এড. এএফএম এন্তাজ আলীর বড় ভাবি।