দেশের খবর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় ‘পদ্মা’ অতিথি ভবনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে আমরা দাওয়াত দিয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিশ্চিত করেছেন যে, তিনি আসবেন। সোমবার (২ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব আসবেন এ নিয়ে আলাপ করার জন্য। তার সফরে অনেককিছু নিয়েই আলাপ হবে।’
আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের নিয়ম অনুযায়ী মেহমানদের যেসব সম্মান করার কথা, আমরা তার সবকিছুই করব। তবে আমরা এটাও আশা করি যে, আমাদের মেহমানরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও ইচ্ছার বিষয়ে তারা যেন একটা ভালো অবস্থান নেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই বলেই বহু আয়োজন ও উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অর্থনৈতিক দিক থেকে বড় না হতে পারি, তবে মনের দিক থেকে অনেক বড়। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠানের সফলতা সম্ভব নয়, আমরা মিডিয়ার সহযোগিতা চাই।’
মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন বলে জানান এ কে মোমেন। তিনি বলেন, ‘মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।’
এসময় ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।’