সাতক্ষীরা

হারিয়ে যাওয়া আরো ৪৭টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল সাতক্ষীরা জেলা পুলিশ

By daily satkhira

March 02, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাতক্ষীরা জেলা পুলিশ। বিশেষ করে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে মোস্তাফিজুর রহমানের যোগদানের পর হতে এ তৎপরতা শুরু হয়। গত ডিসেম্বর থেকে শুরু করে এ অভিযানে সফল হয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া অনেক মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে পৌছে দিয়েছে পুলিশ। চলতি বছরের জানুয়ারি মাসেই ৯৬ চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। গত ১ মার্চ দুপুরে আরো ৪৭টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার হওয়া আরো ২২টি মোবাইল প্রকৃত মালিকদের খুজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন। তিনি জানান, প্রতিদিন এ ধরনের অভিযোগ আসছে সে অনুযায়ি আমরা মোবাইল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। ১ মার্চ আবারো ৪৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে পৌছে দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসেও ৯৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে পৌছে দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া আরো ২২টি মোবাইল পুলিশের কাছে রয়েছে। কিন্তু মালিকদের বর্ণিত ঠিকানা অনুযায়ী তাদের না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। উক্ত মালিকগণকে অথবা তাদের প্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইলগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন তিনি।