কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২মার্চ) বিকালে পৌর সদরের পশুহাট মোড়ে মহিলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা মহিলা আ’লীগ নেত্রী সদস্য ইউপি সদস্যা রহিমা বেগম কাজল, ইউপি সদস্যা নাসিমা খাতুন, ইউপি সদস্যা মনোয়ারা বেগম, ইউপি সদস্যা রহিমা খাতুন, রেহেনা বেগম, হাসিনা আক্তার, রেজওয়ানা আক্তার লিপি, জোসনা খাতুন, হাসিনা খাতুন, শেলী পারভীন, হাসিনা বানু, ইউপি সদস্য ফেরদেীস আরা, মোছা: নাজিরা খাতুন মনোয়ারা বেগম, পারভীন আক্তার লাকী, রাজিয়া সুলতানা, নাছিমা খাতুন, রেহেনা খাতুন, জাহানারা খাতুন, মর্জিনা খাতুন, পারভীন, সোনিয়া লায়লা, মর্জিনা খাতুনসহ মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ। বক্তারা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন-২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করা হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে জাঁকজমকপূর্ণভাবে। এউদযাপনে কলারোয়া উপজেলার সর্বস্তরের জণগণকে সম্পৃক্ত করা হবে। নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা সাজানো হচ্ছে।