কালিগঞ্জ প্রতিনিধি॥ “ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক প্রমুখ। এসময় বক্তরা বলেন, গনতন্ত্রকে রক্ষা করতে হলে ভোটার হওয়ার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে সরকারি, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।