শ্যামনগর

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে উপকরণ ও বৃত্তি প্রদান

By daily satkhira

March 03, 2020

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের ভাব-বাংলাদেশ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন ও বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বেলা ১১টায় কাঁঠালবাড়ীয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ (তেজারত), শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, ভলান্টিয়ার্স আ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম,এ, আলিম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্যামনগর দূর্যোগ প্রবণ এলাকা হওয়ায় ১৫টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন, কলেজ পর্যায়ে ৪ জন, মাধ্যমিক পর্যায়ের ২২জনকে ১ লক্ষ ১২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা উপকরন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১টি স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেন্সিল ইত্যাদি প্যাকেজ হিসেবে প্রত্যেককে বিতরন করা হয়। পরবর্তীতে এস এম জগলুল হায়দার (এমপি) উদ্বোধন করেন- মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভাব-বাংলাদেশের আয়োজনে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ভাব-বাংলাদেশ প্রকল্প ভুক্ত বিদ্যালয় সমূহ অংশগ্রহনের খেলা। অনুষ্ঠান পরিচালনা করেন কাঁঠালবাড়ীয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।