সাতক্ষীরা

স্কুল ও মাদ্রাসা পর্যায়ে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

By daily satkhira

March 03, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ৬০ মাধ্যমিক ও মাদ্রাসার তিনজন করে দলীয় ভাবে শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” এর পক্ষে ও বিপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুরুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ ওয়াজেদ আলী, তারালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।