আন্তর্জাতিক

শ্রীলংকায় পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

By Daily Satkhira

March 04, 2020

বিদেশের খবর: শ্রীলংকার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সোমবার এই সিদ্ধান্তের পাশাপাশি নির্ধারিত সময়ের ছয় মাস আগে এপ্রিলে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।

আলজাজিরা বলছে, সাংবিধানিক ক্ষমতা বলে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি ২৫ এপ্রিল নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

দেশটির সংবিধান অনুসারে, পাঁচ বছর মেয়াদের মধ্যে সাড়ে চার বছর পর চাইলে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। ২০১৯ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে।

কিন্তু অভিযোগ করে আসছিলেন, তার ক্ষমতা খর্ব করার কারণে তিনি মুক্তভাবে কাজ করতে পারছেন না। পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিভিন্ন বাধার মুখোমুখিও তাকে হতে হচ্ছে।

গোতাবায়া ক্ষমতা আরও পাকাপোক্ত করতেই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। সংবিধান পরিবর্তন করতে হলে গোতাবায়ার দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন প্রয়োজন।