নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০৫ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সকাল ৯.৩০ মিনিট থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সচিব সাফি আহমাদ সমর্থিত অভিভাবক সদস্য কাজী আলমগীর হোসেন, শেখ আব্দুর রাজ্জাক, মো: মোশারফ হোসেন , সালমা পারভীন ও লুৎফর রহমান পূর্ণ প্যানেল জয় লাভ করেন।
ম্যানেজিং কমিটির নির্বাচন মোট অভিভাবক ভোটার সংখ্যা ৩২৯ এর মধ্যে ১৮৬ জন উপস্থিত হয়ে তাদের পছন্দের ব্যক্তিদেরকে ভোটাধিকার প্রদান করেন। র্যাংকিং এর ভিত্তিতে ফলাফল কাজী আলমগীর হোসেন ১২৩ ভোট, শেখ আব্দুর রাজ্জাক ১২৩ ভোট , মো: মোশারফ হোসেন ১১৭ ভোট, সালমা পারভীন ১১৫ ভোট, লুৎফর রহমান ১১৩ ভোট, আসাদুল হক ৬৪ ভোট, কুলসুম আকতার ৬৩ ভোট, আকতার হোসেন ৬১ ভোট, মো. হাবিবুর রহমান ৬০ ভোট, মীর মঈনুল ইসলাম ৫৩ ভোট পান।
ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বচিত হয়েছেন সহকারি শিক্ষক শংক প্রসাদ ঘোষ ও প্রসেনিজিত বন্দোপাধ্যায়, শিক্ষিকা সদস্য হিসাবে রোজিনা আপরোজ ও রাবেয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
ম্যানেজিং কমিটির নির্বাচনে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার রঘুজিত গুহ। সুষ্ঠ নিরপেক্ষ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার।