কে.এম রেজাউল করিম ॥ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মুখে প্রধান সড়কে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতশত নারীর অংশগ্রহনে নারীদের সমঅধিকার প্রতিষ্টা, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকল শ্রেনীর মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরীর দৃড় প্রত্যয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ। বক্তারা আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসের আলোকপাত করে বলেন, নারীদের প্রতি সম্মানবোধ ও তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে সকলকে আন্তরিক হতে হবে। নারী নির্যাতন ও তাদের প্রতি সহিংসতা দূর করতে সকলের মাঝে সচেতনতাবোধ তৈরী করতে হবে। মানববন্ধনে সরকারী কর্মকর্তা, বিভিন্ন এনজিও, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।