কালিগঞ্জ

কালিগঞ্জে শ্রদ্ধা ও ভালবাসায় পিতার কবরের পাশে শায়িত হলেন অধ্যাপক আব্দুল খালেক

By Daily Satkhira

March 07, 2020

কালিগঞ্জ প্রতিনিধি: শ্রদ্ধা ও ভালবাসায় পিতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ আব্দুল খালেক। তিনি কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, উপজেলা বিএনপির সহ-সভাপতি, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা ভূমি কমিটির সভাপতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। শুক্রবার বাদ জুম্মা উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ফুটবল মায়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে বাস মিনিবাস মালিক সমিতির আঞ্চালিক কর্মকর্তা আলহাজ¦ আজিজ আহমেদ পুটুর সঞ্চালনায় মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মময় জীবনের স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শাহাদাৎ হোসেন, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, ভাইস চেয়ারমান নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়েদ ইফতেখার আলী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম, রফিকুল ইসলাম, মরহুমের নিকটতম বন্ধু এ্যাডঃ আমজাদ হোসেন, আব্দুল গফুর, ডাঃ মোক্তার হোসেন, সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, মরহুমের ছোট ভাই আব্দুল হান্নান প্রমুখ। এসময় বক্তারা বলেন, অধ্যাপক আলহাজ¦ আব্দুল খালেক ছিলেন সৎ, যোগ্য ও ন্যায় পরায়নতা ব্যক্তি। কলেজের শিক্ষকতার পাশপাশি তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা হিসাবে সকলের কাছে শ্রদ্ধাশীল ব্যক্তি ছিলেন। যে কোন অন্যায়ের বিরুদ্ধে তিনি সাহসী ও প্রতিবাদী ভূমিকা রাখতেন। তার মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা বাসি একজন দায়িত্বশীল ব্যক্তিকে হারালেন। এসময় বক্তারা মরহুম আব্দুল খালেকের নামে স্মৃতি সংসদ গঠন এবং দুই কন্যা ও তার স্ত্রীর হাতে বড় অংকের অর্থিক সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। জানাজার নামাজে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার কলেজের সহকর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, আতœীয় স্বজনসহ হাজার হাজার মুসল্লিবৃন্দ জানাজার নামাজে অংশ গ্রহন করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই আলহাজ¦ আব্দুল গফ্ফার। উল্লেখ্য গত ১ মার্চ রবিবার বিকেলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুকোডাঙ্গা মোড়ে মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্বক আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলতা হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় তাকে খুলনার সিটি মেডিকেল হাসপাতালে নিবিড় পর্যাবেক্ষনে আইসিইউতে রাখা হয়। ২ মার্চ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনার ৪ দিন পর তিনি মারা যান। শুক্রবার বাদ জুম্মা জানাজা নামাজ শেষে উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের পিতা মৃত কাশেম আলীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে অধ্যাপক আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়।