সাতক্ষীরা

গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

March 07, 2020

নিজস্ব প্রতিনিধি : নিয়ম বহির্ভূতভাবে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাঈদসহ গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন দেয় উপজেলা কমিটি। কিন্তু এক বছর পূর্ন হওয়ার পূর্বেই মোটা অংকের অর্থের বিনিময়ে শুক্রবার রাতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। বক্তারা আরো বলেন, গত ফেব্রুয়ায়ারী মাসের মাঝা-মাঝি সময়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এমন ভয় দেখিয়ে গাবুরা ইউনিয়ন কমিটির টাকা দাবি করে। সে সময় টাকার বিনিময়ে কমিটি বহাল থাকলে ও পরবর্তীতে জামাত বিএনপির আব্দুর রহিম,নুরী ও কোহিনুরের কাছ থেকে বিপুল পরিমান অর্থের বিনিময়ে ৬ই মার্চ শুক্রবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে। গাবুরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আমিরুল ইসলাম সব সময় বঙ্গবন্ধুর সকল আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম সঠিক ভাবে পালন করে যাচ্ছে। শুধু গাবুরা ইউনিয়ন কমিটিই নয় সম্প্রতি টাকা না দেওয়ায় কৈখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিও নিয়মবর্হিভূতভাবে বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা সভাপতি সাগর মন্ডল ও সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি। এছাড়া পদ্মপুকুর ইউনিয়ন কমিটির কাছেও মোটা অংকের অর্থ দাবি করে আসছে। টাকা না দিলে কমিটি বিলুপ্তির ভয়ভীতি প্রদর্শণ করে যাচ্ছে। বর্তমানে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় উক্ত বিষয়টি সুষ্ঠ তদন্ত পূর্বক বিতর্কিত শ্যামনগর উপজেলা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।