সাতক্ষীরা

সরিষার জাত বিনা সরিষা-৪ এর প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস

By daily satkhira

March 07, 2020

নিজস্ব প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৪ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা’র কলারোয়া উপজেলার ঝাপাঘাট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়ণে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মহাপািরচালক ডা. বীরেশ কুমার গোস্বামী। এসময় তিনি বলেন, ‘ মানব দেহ সুস্থ রাখতে হলে রান্নায় সরিষার তেলের বিকল্প নেই। র্কষকদের কারণেই দেশ আজ অর্থনীতিতে স্বয়ংসম্পুন্ন। কৃষকদের মাঝে বিনাসরিষা-৪ আলোড়ন সৃষ্টি করেছে। দিন দিন কৃষক বিনা উদ্ভাবিত বিনাসরিষা-৪ চাষে ঝুকছে। বিনাসরিষা-৪ বীজ সংরক্ষণে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বিনা ময়মনসিং ড. মো. মন্জুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাসীন আলী, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপসহকারি কৃষি কর্মকর্তা সমীর কুমার ঘোষ, শেখ আবুল হাসান, কৃষক মিলন হোসেন, কৃষক আশরাফ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র’র এসও সেলিম রেজা।