সাতক্ষীরা

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এ্যাডভোকেসি

By daily satkhira

March 08, 2020

‘আয় আয় সোনামণি টিকা নিয়ে যা’ শ্লোগানে সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। হাম এবং রুবেলা ভাইরাস জনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে সাধারণত সর্দি, হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত হয়। হামরুবেলা রোগিদের এসব জটিলতার হাত থেকে বাঁচার উপায় হচ্ছে। সঠিক সময়ে হাম রুবেলার টিকা দেওয়া। চলতি মাসে ১৮ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস হতে ৫ বছর বয়সী সকল শিশুদের ৩১ হাজার সরকারি অর্থায়নে এবং ২৮ মার্চ হতে ১১ এপ্রিল দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ৯ মাস হতে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে ৩৬ হাজার সরকারি অর্থায়নে এক ডোজ এমআর হাম রুবেলা টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে। চলতি মাসে এম আর ক্যাম্পেইন ২০২০ সদরে ৬৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। গতকাল রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা, এমটিইপিআই শেখ মহিবুর রহমান, এইচ,এ,এমটি এস আই টি সদর কার্যালয়ের মোঃ ফারুক হাসানসহ সাংবাদিক, জিও,এনজিও প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ এ্যাডভোকেসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এইচ,এ,এমটি এস আই টি সদর কার্যালয়ের মোঃ ফারুক হাসান। প্রেস বিজ্ঞপ্তি