যশোর

কেশবপুরে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

By daily satkhira

March 08, 2020

কেশবপুর প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ক্যারাভ্যান শো, উন্মুক্ত কুইজ, জেন্ডার তথ্যভিত্তিক লুডু প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, নারী উদ্যোক্তা বিলকিস আরা বিলি, পৌর সভার ১,২,৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মেহেরুন্নেসা, ৭,৮,৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনিরা খানম। এছাড়াও বক্তব্য রাখেন দলিত হারচয়েজ প্রকল্পের সমম্বয়কারী নাজমিন নাহার, পরিত্রাণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ¦ল দাস, দলিত প্রকল্পের স্পন্সরশিপ কল্পনা রায়, এস এম কুরবান আলী ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।