সাতক্ষীরা

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

By daily satkhira

March 08, 2020

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৯ মার্চ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন। এ উপলক্ষে রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে দুপুর ২ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল করা হয়। ২ মার্চ (অফিস চলাকালীন সময়) ভোটার তালিকা প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকরী পরিষদের নিকট আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ৪ মার্চ বিকাল ৪ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ মার্চ দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হয়। রবিবার (৮ মার্চ) দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ওইদিন বিকাল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র গৃহীত না হলে তার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল ও নিষ্পত্তি করা হবে। আগামীকাল অফিস চলাকালীন সময়ে নির্বাচন কমিশন কর্তৃক আপত্তি গৃহীত না হলে তার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদ (নির্বাচন ট্রাইবুনাল) এর নিকট আপীল দাখিল ও নিষ্পত্তি করা হবে। ১১ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ মার্চ বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে, রবিবার সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন। এরা হচ্ছে, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ-২, সাবেক সভাপতি এড. এম. শাহ আলম ও এড. লতিফ। সহ সভাপতি পদে ২ জন, এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু ও এড. গোলাম মোস্তফা-২। সাধারন সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী-১, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. রেজওয়ান উল্লাহ সবুজ। যুগ্ম সম্পাদক পদে ৩ জন, এড. মোস্তফা জামান, এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ ও এড. সাইদুর রহমান। কোষাধ্যক্ষ পদে ২ জন, এড. আকবর আলী ও এড. জেড, এম আব্দুল্লাহ মামুন। সহ সম্পাদক (লাইব্রেরী বিষয়ক) পদে ৩ জন, এড. আজিবর রহমান, এড. সিরাজুল ইসলাম-৫ ও এড. হুমায়ূন কবীর। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক) পদে ৩ জন, এড. ত্বোহা কামাল উদ্দিন হীরা, এড. সালাহউদ্দিন-২ ও এড. শেখ হুমায়ুন কবীর। সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এড. ইয়াসমিন সুলতানা। সদস্য পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. সাইদুজ্জামান জিকো, এড. তারিক ইকবাল অপু, এড. নজরুল ইসলাম জীবন, এড. রফিকুল ইসলাম রফিক, এড. শাহানা ইমরোজ ও এড. শিহাব মাসউদ সাচ্চু।