কালিগঞ্জ

কালিগঞ্জে নারী দিবস পালনে র‌্যালি ও সভা

By daily satkhira

March 08, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : প্রজম্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপননে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বার্ণাঢ্য র‌্যালি গুরুত্বর্পুণ সড়ক পরিদর্শন করে। পরবর্তীতে অফির্সাস কল্যাণ ক্লাব মিলনায়তন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বলেন, ১৯০৯ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ওই বছর ২৮ ফেব্রুয়রি প্রথম আমেরিকায় নারী দিবস উদযাপন করা হয়েছিল। সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা নিউ ইয়র্কে ১৯০৮ সালে বস্ত্রশ্রমিকরা তাঁদের কাজের সম্মান আদায়ের জন্য ধর্মঘট শুরু করে। নির্দিষ্ট সময় অনুযায়ি কাজ আর সমমানের বেতনের দাবিতে হরতাল চলতে থাকে। ১৯১০ সালে কোপেনহেগেনের উদ্যোগের পর, ১৯ মার্চ অস্টিলিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইৎজারল্যান্ডে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছিল। সেই সময় নারীর কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের অবসান ঘটাতে প্রতিবাদ করেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে রাশিয়ান মহিলারাও প্রথমবার ২৮ ফেব্রুয়ারি ‘রুটি ও শান্তির দাবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালন করে। ইউরোপের নারীরা ৮ মার্চ শান্তি বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে বিশাল মিছিল ওসমাবেশ করেন। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়। বিশ্বজুড়ে লিঙ্গ বৈসাম্যের উদ্দেশ্যে কাজের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএসএআইডি, ইউনরক, সুশীলন, ওয়াল্ডফুড, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,নবযাত্রা উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, লেডিস ক্লাবের সভানেত্রী ইলাদেবী মল্লিক, বিন্দু নারী উন্নায়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, নারী কণ্ঠ উন্নায়ন সংস্থা শাফলা. অগ্রগতি সংস্থার আবুআলম, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শারমিন আহমেদ এশা। নারী দিবসের অনুষ্ঠানে দি-হাঙ্গার প্রজেক্ট, বিন্দু নারী উন্নায় সংগঠন, লিডার্স, নারী কণ্ঠ উন্নায়ন সংস্থা, ডিআরআরএ এর প্রায় পাঁচশতাধিক নারীরা অংশগ্রহন করে।