সাতক্ষীরা

সাতক্ষীরার বদ্দিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

By daily satkhira

March 08, 2020

জি.এম আবুল হোসাইন : নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ, পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে আন্তর্জাতি নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার বিকালে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা মহিলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, মহিলা বিষয়ক প্রতিনিধি সুলতানা রাজিয়া, নারী নেত্রী লিমা ইসলাম, মমতাজ বেগম, সাংবাদিক জি.এম আবুল হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের অনিরাপদ স্থানান্তর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে বহু বিবাহ, বাল্যবিবাহ, যৌন হয়রানী সহ সামাজিক ক্ষেত্রে নারীরা পিছিয়ে পড়ছে। নারীদের সকল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সকল নারীর অধিকার নিশ্চিত করতে আহবান জানানো হয়। নারী নির্যাতন প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারিরা তাদের করণীয় বিষয়ে আলোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু।