নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলায় সমাজ কল্যাণে এগিয়ে চলে এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়নে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী মানুষের ভাতাভোগী প্রদানের লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে ভাতাভোগী যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাবুলিয়া ফুটবল মাঠে ভাতাভোগী যাচাই বাছাই অনুষ্ঠানে আগরদাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস কুমার আর্যচ্য, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সোনার বাংলার মানুষের ও দেশের কল্যাণে উন্নয়নের কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দিচ্ছে বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী মানুষের ভাতাভোগী। দেশের ক্ষুধাদারিদ্র মুক্ত করতে আওয়ামীলীগ সরকার ১০ টাকার কেজিতে চাল খাওয়াচ্ছে। দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এসময় আগরদাড়ী ইউপি সচিব আবুল কালাম, মেম্বর রমেশ চন্দ্র দাস, সামছুর রহমান, ইয়াছিন কবির, এরশাদ আলি, আঃ গফুর, হেলাল উদ্দীন, আমেনা খাতুন, শহরবানু, রেহেনা খাতুনসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান। আগরদাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী মানুষের ভাতাভোগী যাচাই বাছাই করা হয়।
৯.৩.২০২০