সাতক্ষীরা

করোনাভাইরাস; সাতক্ষীরায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ফাল্গুনী বস্ত্রালয়কে জরিমানা

By daily satkhira

March 09, 2020

নিজস্ব প্রতিনিধি :  করোনাভাইরাসকে কেন্দ্র করে সাতক্ষীরায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ফাল্গুনী বস্ত্রালয়কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল ৫টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অধিক মূল্যে যেন বিক্রয় করা না হয় তার জন্য সাতক্ষীরা শহরের বিভিন্ন দোকানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রয় করায় ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনেকগুলো বস্ত্রালয় এবং ঔষধের দোকান-মালিককে সতর্ক করা হয়।