কে.এম রেজাউল করিম: দেবহাটায় পুত্রবধূর হাতে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর জখম হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধ নিজে বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তপূর্বক যথাযথা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জানা যায়, উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের মৃত হামিজদ্দীন সরদারের পূত্র নেছার আলী সরদার নামের ৭৮ বছরের এক বৃদ্ধ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ির বেসিংয়ের ট্যাপে হাত মুখ ধৌত করে বে-খেয়ালে ট্যাপটি বন্ধ না করে ঘরে চলে যান। এ সময় বৃদ্ধের ছোট পুত্র কওছার আলীর স্ত্রী রাজিয়া সুলতানা এটি দেখতে পায়। তখন পুত্রবধু বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে রুটি তৈরী করা ব্যালন দিয়ে বৃদ্ধের মাথায় ও মুখে স্বজোরে আঘাত করে। ফলে বৃদ্ধের মাথা কেটে রক্তপাতের ঘটনা ঘটে। পরে বৃদ্ধ নেছার আলী থানায় এসে বাদী হয়ে পুত্রবধুর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পুত্রবধু এমন ঘটনা প্রতিনিয়ত ঘটায় বলে জানান ৭৮ বছর বয়সী বৃদ্ধ নেছার আলী। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, এধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।