মো. বশির আহমেদ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই মন্ত্রী। ১১ মার্চ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হবে। ১৩ তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব) এমপি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অংশ গ্রহণকারী টিম ১৩ মার্চ শুক্রবার সকাল ৯ টায় শেখ রাসেল ক্রীড়া চক্র, সাতক্ষীরা বনাম গণমুখী সংঘ, সাতক্ষীরা। ১৪ মার্চ শনিবার সকাল ৯ টায় ইউনুছ আলী স্মৃতি সংসদ, কুলিয়া, দেবহাটা বনাম ম্যাগপাই ক্লাব, যশোর। ১৫ মার্চ রবিবার সকাল ৯ টায় ইউনাইটেড ক্রিকেট ক্লাব,সাক্ষীরা বনাম বয়রা তরুণ সংঘ, খুলনা। ১৬ মার্চ সোমবার সকাল ৯ টায় ইয়াং বলাকা ক্রীঢ়া চক্র,সাতক্ষীরা বনাম টাউন স্পোটিং ক্লাব, সাতক্ষীরা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১৩ তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ কমিটির আহবায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। ক্রীড়ামোদী সাতক্ষীরাবাসীকে সবান্ধবে প্রতিটি খেলা উপভোগ করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।