নিজস্ব প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহানের জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষে সাতক্ষীরায় শুরু হয়েছে ৮ দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম, এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় দলের ক্রিকেটার রুবেল । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলকে সর্তকতার সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সবধরনের সর্তকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, জয় বাংলা এখন জাতীয় স্লোগান। প্রজাতন্ত্রের কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে বক্তব্যের শেষে স্বাধীনতার স্লোগান জয় বাংলা বলতে হবে। যারা জয় বাংলাকে অস্বীকার করবে তারা পাকিস্তানী প্রেতাত্মা।তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়ী হবে। তিনি বলেন, মুজিব শতবর্ষে দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছে। স্ব স্ব স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হতে সবাই আহবান জানান।