দেবহাটা

দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারকে দণ্ড

By daily satkhira

March 11, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে ১ ইভটিজারকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার অফিসকক্ষে ওই ইভটিজারকে সাজা প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্ত ওই আসামীর নাম মনিরুল ইসলাম (২৫)। সে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামের আনিছুর রহমানের ছেলে। জানা গেছে, উপজেলার রুপসী ম্যানগ্রোভে টাউনশ্রীপুর এলাকার ৯ম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে তার এক আত্মীয়ের সাথে বুধবার সকালে বেড়াতে আসে। এসময় মনিরুল ইসলাম ঐ ছাত্রীটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং নানারকম অশ্লীল কথাবার্তা বলে। বিষয়টি ম্যানগ্রোভের ম্যানেজার দিপঙ্গর ঘোষ জানতে পেরে রুপসী ম্যানগ্রোভের কর্মীদের সহযোগীতায় মনিরুলকে আটক করে দেবহাটা থানা পুলিশকে সংবাদ দিলে দেবহাটা থানার এসআই আবু হানিফসহ পুলিশ যেয়ে মনিরুলকে আটক করে ইউএনওর দপ্তরে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ইভটিজার মনিরুলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, রুপসী ম্যানগ্রোভে ১৮ বছরের নিচে কোন কিশোর কিশোরী স্কুল টাইমে ম্যানগ্রোভে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য তিনি ম্যানগ্রোভের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ইউএনও জানান, ম্যানগ্রোভে বিনোদনের জন্য মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবে কিন্তু কেউ যাতে হয়রানির স্বীকার না হয় সে বিষয়টা খেয়াল রাখা হবে।