আজকের সেরা

সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতায়ের অভিযোগে এসআই ও কন্সটেবল গ্রেফতার

By daily satkhira

March 11, 2020

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন যশোর পুলিশের এসআই মলয় বসু ও কন্সটেবল রফিক। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ সাতক্ষীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরসহযোগী মোশাররফ হোসেন। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি প্রদান করেন মোশাররফ। গত শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একজন এসআই ও একজন কন্সটেবলকে আটক রাখা হয়েছে বলে গোপন সংবাদে জানা গেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি। সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার মৃত. গোলাম বারীর ছেলে গরু ব্যবসায়ী শওকত হোসেন ও নেছারউদ্দীনের ছেলে হাফি গত শনিবার সন্ধ্যার পর গরু ক্রয় করতে কালিগঞ্জের মৌতলা গরুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিগজ্ঞের পুষ্পকাটি এলাকায় ১ লাখ ২৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব জানিয়ে কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হয়। তাকে অবহিত করার পরই তিনি ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছেন। তিনি বলেন, দুই গরু ব্যবসায়ী গরু কিনতে যাওয়ার সময় পুষ্পকাটি এলাকায় একটি সাদা মাইক্রোবাসে থাকা তিনজন তাদের নামিয়ে নেয়। তারা র‌্যাবের লোক বলে পরিচয় দেয়। এরপর কাছে থাকা এক লাখ ২৯ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। ঘটনাটি জেলা পুলিশ সুপারকে অবহিত করে দুই গরু ব্যবসায়ী। জানা গেছে, ঘটনায় জড়িত মোশাররফকে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল খুলনা ডিআইজি কার্যালয়ে। সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে একজন এসআই ও একজন কন্সটেবলের জড়িত থাকার কথা স্বীকার করেছে অপর সহযোগী মোশারফ হোসেন।

অপরদিকে, আদালতে মোশাররফ হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়টি কোর্ট পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, একজন এসআই ও একজন কন্সটেবল ঘটনায় সরাসরি জড়িত রয়েছে। ইতিমধ্যে তাদেরকেও পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

১১.০৩.২০২০