কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সতর্কীকরণ লিফলেট বিতরণ

By daily satkhira

March 11, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : “মুজিববর্ষ হোক প্রতিজ্ঞার, ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা হোক সবার” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় সকল হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক নির্দেশ প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা সদরের সকল হোটেল, সেস্তোরাঁ ও খাবারের দোকানে যেয়ে এই নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন। এসময় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা বাজায় রাখতে মালিকদের সতর্কীকরণ বিজ্ঞপ্তির লিফলেট প্রদান করেন তিনি। জানাযায়, হোটেল, রেস্টুরেন্ট, ভাজার দোকান, বেকারি ও মিষ্টির দোকানদারের সাথে দেখা করে নিজেদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত পরিবেশন করার লক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনাবলী তুলে ধরে সতর্কীকরণ বিজ্ঞপ্তির লিফলেটে দেন। সাথে সাথে খাবারের দোকান, হোটেল বা রেস্টুরেন্ট পরিস্কার পরিচ্ছন্ন ও সুপেয় পানি ব্যবহার না করলে আগামি ১৭ মার্চের পর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।