কলারোয়া

কেরালকাতা সরকারি বাওড়টি অবৈধ দখলে প্রতিকারে চেয়ে অভিযোগ

By daily satkhira

March 11, 2020

নিজস্ব প্রতিনিধি : কেরালকাতা ইউনিয়নের মনসাদহ সরকারি বাওড়টি অবৈধ দখলে নেওয়ার প্রতিকারে চেয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন উর্দ্ধতন মহলে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত শের আলীর পুত্র মোঃ রুহুল আমিন দরবাসা পূর্বপাড়া জেলে সমিতির নামে তপসিল বর্ণিত বাংলাদেশ সরকারের নিকট থেকে ৩ বছরের জন্য ইজারা গ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার উক্ত সমিতির নামে ইজারা না দিয়ে খাস কালেকশনের ব্যবস্থা করলে রুহুল আমিন তার পিতার নামে ৭জুন৫৬ তারিখে ১৭৯২নং একটা জাল দলিল বুনিয়াদে উক্ত জমি নিজ মালিকানা দাবি করে দেওয়ানী ৯০/১১নং একটি মোকদ্দমা দায়ের করে। উক্ত মামলায় প্রতিকার না পেয়ে অতিরিক্ত জেলা জজ ২নং আদালতে মিস আপীল ১৫/১৪ নং মামলা করে। যা আদালতে পেন্ডিং আছে এবং আগামী ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে আপিল শুনানীল দিন ধার্য আছে। রুহুল আমিন বাদী হয়ে হাইকোর্টে রীট পিটিশন ২৯২২/০৯ দাখিল করলে রীট খারিজ করে দিলে রীট কারী উক্ত আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আপীল করিলে আপীল বিভাগ ৫০ হাজার টাকা জরিমানা সহ আপীল খারিজ করে দেয়। বাংলাদেশ সরকার উক্ত জলমহল ইজারা দিলে সরকারী বিধি মোতাবেক বিমল কৃষ্ণ পোদ্দার কলারোয়া উপজেলা মৎসজীবী সমবায় সমিতি সরকারের পক্ষে ইজারা নিয়ে বর্তমানে ইজারাদার হিসেবে মাছ চাষ করছে। কিন্তু রুহুল আমিন দিং পুনরায় অবৈধভাবে উক্ত বাওড় ইজারা নেওয়ার উদ্দেশ্যে দরবাসা মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে সমিতির নামে ইজারা নেওয়ার চেষ্টা করছে। রুহুল আমিন যাতে অবৈধভাবে সমিতির নামে উক্ত জমি ইজারা নিতে না পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ করেছেন।