নিজস্ব প্রতিবেদক : লাবসা ইউনিয়নের দেবগনগরে ঈদগাহের নামে অর্থ বরাদ্দ নিয়ে সংস্কার না করে আত্মসাথের ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে দেবনগর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কবির হোসেন এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত ঈদগাহটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিলো। এ সুযোগ কাজে লাগিয়ে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য আসাদুজ্জামান ঈদগাহটি সংস্কারের জন্য কাবিটা প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু উক্ত টাকা থেকে ঈদগাহ সংস্কারের জন্য একটি টাকাও ব্যয় না করে সম্পূর্ণ টাকা আত্মসাত করেন। এ টাকা আত্মসাথে সর্বাত্মক সহযোগিতা করেছেন ফেরদৌস ইসলাম মিষ্টি। এলাকাবাসীর ব্যক্তি উদ্যোগে পরবর্তীতে ঈদগাহটি কিছুটা সংস্কার করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এ ধরনের অর্থ উত্তোলন করে আত্মসাতের ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করা হয়। এবিষয়ে ইউপি মেম্বর আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, অবশ্যই কাজ করা হয়েছে। স্থানীয় গ্রুপিংয়ের কারণে একটি মহল এধরনের অপপ্রচার চালাচ্ছে।