কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আশা প্রকাশ করেছেন- জেলা লিগ্যাল এইড হবে গ্রামের অসহায় মানুষের আশার আলো। কালিগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন। মুজিব বর্ষে আইনগত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় তিনি বলেন, জেলা লিগ্যাল এইড অফিস থেকে আইনগত তথ্য ও পরামর্শ দেওয়া হয়ে থাকে। ২০১১ সালে প্রবিধানমালা জারি করে লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হয়। মামলা দায়েরের পূর্বে ও পরে আপোষ মিমাংশার মাধ্যমে অভিযোগগুলি নিস্পত্তি করাই হলো লিগ্যাল এইডের প্রধান উদ্দেশ্যে। আমি চাই জেলা লিগ্যাল এইড হোক গ্রামের অসহায় মানুষের একমাত্র আশার আলো।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ শাহা আলম, পিপি আব্দুল লতিফ, এ্যাডঃ সম্ভুনাথ সিংহ, এ্যাডঃ তপন কুমার দাস, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়ার সহকারী জজ সালমা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় আইনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, শেখ রিয়াজ উদ্দিন, আশরাফুল হোসেন খোকন, রফিকুল ইসলাম বাটুল, আকলিমা খাতুন লাকী, ইউপি সদস্য শেখ রফিকুল বারী রফু, আব্দুল কাদের, মাছুম বিল্লাহ সুজন, সাইলুজ্জামান, ঠাকুর দাস সরকার, আবু বক্কার সিদ্দিক, সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা খাতুন, রফিকা বেগম, মাওঃ শাহাজান আলী, মাওঃ ফারুক হোসেন, শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মানবাধিকার কর্মী শেখ ওয়াহিদুজ্জামান ছোট প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, গ্রাম আদালতের সহায়ক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।