জাতীয়

আগামী দুইদিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

By Daily Satkhira

March 15, 2020

দেশের খবর: লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী দুইদিন এই আবহাওয়া বিরাজ করবে। এরপর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।

আজ দেশের দুই এক জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে ১৩ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে ১, বদলগাছিতে ৩, রংপুরে ৯, তেঁতুলিয়ায় ১, রাজারহাটে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া ঢাকার কয়েকটি এলাকা ও বগুড়ায় সামান্য বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঋতু পরিবর্তন হচ্ছে। এই মৌসুমে এই ধরনের ঝড় বৃষ্টি প্রায়ই হবে। মার্চ এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই ধরনের আবহাওয়ার দেখা পাই আমরা। তবে দীর্ঘদিন এই পরিস্থিতি থাকে না। কয়েকদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তিনি বলেন, এবারও তাই আগামীকালও পরিস্থিতি এমনই থাকবে। পরশু পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টা পর বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।