জাতীয়

ইতালিফেরত ১৪২ জনকে হজক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হচ্ছে

By Daily Satkhira

March 15, 2020

দেশের খবর: ইতালির রোম থেকে দেশে ফেরা ১৪২ জনকে পরীক্ষা-নিরীক্ষার পর কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ না পাওয়ায় রাজধানীর আশকোনার হজক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তাদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য। পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে কারো দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।