জাতীয়

ঢাকায় হাসপাতাল থেকে পালিয়েছেন সন্দেহভাজন করোনা রোগী

By Daily Satkhira

March 16, 2020

দেশের খবর: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। বাহরাইন থেকে দেশে ফেরা পলাতক রোগীর বাড়ি নোয়াখালী।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোরশেদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাহরাইন থেকে গত ১৮ জানুয়ারি দেশে ফেরেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। তখন নিউমনিয়ার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে। তবে ১৮ জানুয়ারির দিকে বাহরাইনে কোনো করোনা রোগী ধরা না পড়ায় ওই সময় তার পরীক্ষা করেনি আইইডিসিআর।

রোববার সকালে গায়ে জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। করোনার লক্ষণ থাকায় তাকে পরীক্ষা করা হবে শুনে ভয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ওই রোগী। দুপুর সাড়ে ১২টার দিকে আইইডিসিআরের দল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এলে মেডিসিন ওয়ার্ডে তাকে ও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোরশেদ।