জাতীয়

সাংবাদিক পেটানো নাজিমউদ্দীনসহ ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

By Daily Satkhira

March 16, 2020

দেশের খবর: আনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন; সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও সহকারী পরিচালক এস এম রাহাতুল ইসলাম।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এর আগে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নেয়া হয়। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফের বাসায় হানা দিয়ে তাকে তুলে ডিসি অফিসে এনে নির্যাতন করা হয়। এরপর আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনার পর রোববার তাকে জামিনে মুক্তি দেয়া হয়।