আশাশুনি

মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে সাতক্ষীরার অন্ধ শিল্পী আক্তারুজ্জামানের গান

By daily satkhira

March 17, 2020

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার কৃতি সন্তান অন্ধ কণ্ঠশিল্পী আক্তারুজ্জামান সানার কণ্ঠে নিজের লেখা মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি হৃদয় ছোঁয়া গান উপহার দিলেন।https://www.youtube.com/watch?v=_fnHPQno1cQ&feature=share&fbclid=IwAR3YB1eSsrsXTfUZLmpzVKw7FQM0MWYsRtC97LfNkJ8J6c6IodKsY7NB6pg তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কোলা গ্রামের মৃত.আক্কাস সানার পুত্র । তিনি অতি দরিদ্র পরিবারের সন্তান। তিনি কষ্টে তার ২ ছেলে ও ১ মেয়েকে লেখা পড়া করাচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এই গান রচনা করে কন্ঠ দিয়েছেন।

এ বিষয়ে অন্ধ শিল্পী আক্তারুজ্জামান বলেন, আমি সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। আমি অনেক দিন থেকে চেষ্টা করছি তাকে নিয়ে একটি সুন্দর গান রচনা করার। বহু সাধনার পর আজ আমি সফল হয়েছি। গানটি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে, যা আমাকে পরবর্তী কাজে অণুপ্রেরণা দেবে।আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বঙ্গবন্ধুকে নিয়ে আরো ভাল গান সবাইকে উপহার দিতে পারি।