খেলা

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত; সেমিতে রিয়াল-অ্যাটলেটিকো, জুভেন্টাস-মোনাকো

By Daily Satkhira

April 21, 2017

গ্রুপ পর্ব, শেষ ষোলো-আট পেরিয়ে এখন সেরা চার। চ্যাম্পিয়ন্স লিগে এবার অপেক্ষা সেমিফাইনালেন। যাতে লড়বে বিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ আর মোনাকো। শুক্রবার হয়ে গেল সেরা চারের প্রতিপক্ষ নির্ধারণ। ফাইনালের টিকিট পেতে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো লড়বে প্রথম সেমিতে, আর দ্বিতীয় সেমিতে মোনাকোর প্রতিপক্ষ জুভেন্টাস।

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদর দপ্তরে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটায় হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারের ড্র। প্রথম সেমির প্রথম লেগ হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর দ্বিতীয় সেমির প্রথম লেগ হবে মোনাকোর মাঠ ।

সেমির প্রথম লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে ২ মে রিয়াল লড়বে অ্যাটলেটিকোর বিপক্ষে। ফিরতি লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ১০ মে খেলতে যাবে তারা। আর মোনাকোর মাঠ স্তেদে লৌইসে প্রথম লেগে ৩ মে আতিথ্য নেবে জুভেন্টাস। তার এক সপ্তাহ পর দ্বিতীয় লেগে ৯ মে জুভেন্টাসের মাঠ তুরিনে খেলতে যাবে মোনাকো। ফাইনাল হবে ৪ জুন, কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের ম্যাচে পেয়েছিলেন হ্যাটট্রিক। তার ইতিহাস গড়ার রাতে বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে সেমির টিকিট পায় রিয়াল মাদ্রিদ। বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছিল রিয়াল। সেই জয়ে ৬-৩ গোলের অগ্রগামীতায় সেমিতে পা রাখে মাদ্রিদিস্তারা। প্রথম পর্বে বায়ার্নের মাঠে ২-১ গোলে জিতেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল।

একই রাতের অন্য ম্যাচে লেস্টার সিটির মাঠে ১-১ গোলে ড্র করে সেমির টিকিট কেটেছিল আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকোর জয়টি ২-১ গোলের। এতে গত চার মৌসুমে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখে ডিয়েগো সিমিওনের দল।

বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকেই লুইস এনরিকের দলের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমির টিকিট পায় জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টরা ন্যু ক্যাম্পে গত বুধবার রাতে ফিরতি লেগে গোলশূন্য ড্রয়ের আগে প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল। সেটিই ফল নির্ধারক হয়ে থাকে মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির জুভেন্টাসের সেমির যাত্রায়।

সেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে মোনাকো। গত বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি। আগে প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছিল ফরাসি ক্লাবটি।