সাতক্ষীরা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরার দরিদ্র যুবককে ভ্যান প্রদান

By daily satkhira

March 17, 2020

আসাদুজ্জামানঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সীমান্তে জনগনের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার দুই হত দরিদ্র যুবককে ভ্যান প্রদান করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নে উক্ত ভ্যান প্রদান করা হয়। ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ সময় নিজ হাতে তাদের হাতে ভ্যান দুটি তুলে দেন। হত দরিদ্র ওই দুই পরিবারের যুবকদ্বয় হলেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ী গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে ভোমরা স্থল বন্দরের শ্রমিক শরিফুল ইসলাম (২০) ও একই উপজেলার কুশখালী গ্রামের হাসান আলী সরদারের প্রতিবন্ধী ছেলে আল-আমিন সরদার (২৫)। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মোঃ শামছুল আলমসহ বিজির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ সময় বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আর্থ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে সীমান্তে জনগনের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য হত দরিদ্র উক্ত দুই যুবককে ভ্যান প্রদান করা হয়েছে।